HELP POINT-HasTech
    31-Aug-2022

The best way to help Poor People

এই পৃথিবীতে আমরা আমাদের জীবন কত সুন্দর ভাবে জীবন যাপন করছি তারই মাঝে আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের ঠিক ভাবে দুই বেলা দু মুঠো খাবার ঠিক ভাবে ওঠেনা।ভালো জামা কাপড় পড়তে পাইনা ।নেই তাদের কাজে শিক্ষার আলো ।ঠিক এই রকম একটা গ্রাম আছে তাদের সাথে HELP POINT এর একজন সদস্য পরিচয় হয়। বহরমপুর ব্লকের সাটুই চৌরিগাছার চক কাঠালিয়া নতুন পাড়া।খুব প্রত্যন্ত একটা গ্রাম।তারপর HELP POINT এর বাকি সদস্য দের জানায়।হেল্প পয়েন্ট উদ্যোগ নেয়।(১)তাদের খাবার , (২)জামা কাপড়, (৩)শিক্ষা দেবার এক বছর দায়িত্ব নেয় এক বছরের মধে । এরই মধ্যে শুরু করে দেওয়া হয় তাদের পরিষেবা।গত 12/11/2023 তারিখে তাদের হাতে তুলে দেওয়া হয় HELP POINT এর পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী।যারা আমাদের এই উদ্যোগ কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন তাদের কে HELP POINT এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।আগামী দিন তাদের হাতে তুলে দেওয়া হবে জামা, কাপড়, শীত বস্ত্র।দেওয়া হবে শিক্ষার আলো। (এ ছাড়া ইলেকট্রিক সাপ্লাই নেই তারজন্য সোলার লাইট ও বাথ রুম নেই , বাথ রুম ও করে দেওয়া পরিকল্পনা করা হচ্ছে ।) 
সকলের সহযোগিতায় আমরা আশা রাখি ।
মহান কাজটি সম্পূর্ণ করতে এগিয়ে আসার আহ্বান জানাই সকলকে । 

Account holder name:
LIFE HELPOINT FOUNDATION
Account number: 20509735575
IFSC Code:              SBIN0015956
PhonePe,GPay,Paytm
9819464246
 UPI
helpoint@sbi

1,5,10,50,100,500 
সামর্থ  অনুযায়ী এগিয়ে আসুন HELP POINT এর সদস্য হয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলোর চেষ্টা করি । 
( NITI / Darpan ID : WB/2023/0335584
NGO Under 12A(A) & 80G )Donate Now

HELP POINT

Comment here ...