HELP POINT-HasTech
    18-Nov-2025

LIFE HELPOINT FOUNDATION-এর ইতিহাস (Bangla Version)

মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্নটাই ছিল শুরু।
একটু সেবা, একটু মানবতা—এই সরল পথে হাঁটতেই জন্ম নিল LIFE HELPOINT FOUNDATION
সবকিছুর পেছনে ছিল একটা অদ্ভুত টান…
মানুষের দিকে হাত বাড়িয়ে দেওয়ার পুরোনো বাংলা সংস্কৃতি,
আর আগামী দিনের শক্তিশালী সমাজ গড়ার নতুন স্বপ্ন।

২০১0 সালে “HELP POINT” নামে যে ব্যক্তিগত উদ্যোগ শুরু হয়েছিল,
সেটাই ধীরে ধীরে বড় হয়ে ওঠে—
মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা, আর তোমাদের মতো কর্মীদের পরিশ্রমে।

সময়ের সঙ্গে বদল এসেছে—
HELP POINT আর LIFE HELPOINT FOUNDATION এখন আলাদা সত্তা,
আলাদা কাজ, আলাদা দায়িত্ব,
কিন্তু লক্ষ্য একটাই:
যে কেউ কাঁদছে, সেখানে পৌঁছে যাওয়া।

সংস্থার পথচলায় এসেছে—

  • অসহায় মানুষের খাবার পৌঁছে দেওয়া

  • চিকিৎসা সহায়তা

  • শীতবস্ত্র, শিক্ষা, জরুরি সেবা

  • গ্রামের মানুষদের মানবিক সহায়তা

  • রমজানে ইফতার-সেহরি প্রোগ্রাম

  • দুর্যোগে পাশে দাঁড়ানো

এই সব উদ্যোগ প্রমাণ করে—
মানবতা যদি ধর্ম হয়,
তাহলে LIFE HELPOINT FOUNDATION সেই ধর্মেরই পুরোহিত।

আজও পথটা সহজ নয়,
কিন্তু যারা জড়িত—তারা জানে,
“মানুষকে হাসানোই আমাদের আসল শক্তি।”

Comment here ...