HELP POINT-HasTech
    25-Mar-2025

*মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রুগীদের পরিবারের জন্য ইফতার উপহার সংগ্রহ উদ্যোগ

### *মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রুগীদের পরিবারের জন্য ইফতার উপহার সংগ্রহ উদ্যোগ*  

*প্রিয় সমাজসেবী বন্ধুগণ,*  

রমজানের পবিত্র মাসে, আমরা চাই না কেউ অভুক্ত থাকুক। অনেক রুগীর পরিবার হাসপাতালে দিন কাটাচ্ছেন, যাঁদের জন্য ইফতার সংগ্রহ করাও কষ্টসাধ্য। তাই আমরা *ইফতার উপহার বিতরণে* সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।  

### *কিভাবে সাহায্য করতে পারেন?*  

#### *১. নগদ অনুদান প্রদান:*  
আপনার আর্থিক অনুদান আমাদের ইফতার সামগ্রী ক্রয় করতে সহায়তা করবে। অনুদান পাঠানোর জন্য—  
📌 *নগদ:* 9819464246  
📌 *ব্যাংক অ্যাকাউন্ট:*  
*Life Helpoint Foundation*  
Account Number: 20509735575  
IFSC Code: SBIN0015956  

📌 *UPI (PhonePe, GPay, Paytm):* helpoint@sbi / 9819464246  

📌 *প্রত্যক্ষভাবে দিতে চাইলে:* আমাদের স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করুন।  

#### *২. ইফতার সামগ্রী দান করুন:*  
আপনারা সরাসরি ইফতার সামগ্রী দান করতে পারেন। আমরা নিচের জিনিসগুলো গ্রহণ করছি—  
✅ খেজুর, ফল  
✅ শরবত, পানি  
✅ বিস্কুট, দই, অন্যান্য শুকনো খাবার  

📌 *সংগ্রহ পয়েন্ট:* দৌলতাবাদ, মুর্শিদাবাদ  
📌 *যোগাযোগ:* *Bapon* (শুধুমাত্র WhatsApp) - 9733832320  

#### *৩. স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন:*  
আপনি যদি ইফতার বিতরণে অংশ নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন।  

📅 *তারিখ:* মঙ্গলবার,  মার্চ ২০২৫  
📍 *স্থান:* মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল  

আপনাদের সহযোগিতায় আমরা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো। আল্লাহ আমাদের এই ছোট প্রচেষ্টা কবুল করুন।  

*যোগাযোগ:*  
📞 *Help Point:* 9819464246  
📩 [Facebook Event Link](https://www.facebook.com/share/1Bm13Ph5DT/?mibextid=LQQJ4d)  

— *Life Helpoint Foundation*

Comment here ...