HELP POINT-HasTech
    17-Nov-2023

২৫টি অসহায় পরিবারের পাশে হেল্প পয়েন্ট

এই পৃথিবীতে আমরা আমাদের জীবন কত সুন্দর ভাবে জীবন যাপন করছি তারই মাঝে আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের ঠিক ভাবে দুই বেলা দু মুঠো খাবার ঠিক ভাবে ওঠেনা।ভালো জামা কাপড় পড়তে পাইনা ।নেই তাদের কাজে শিক্ষার আলো ।ঠিক এই রকম একটা গ্রাম আছে তাদের সাথে হেল্প পয়েন্ট এর একজন সদস্য পরিচয় হয়। বহরমপুর ব্লকের সাটুই চৌরিগাছার চক কাঠালিয়া নতুন পাড়া।খুব প্রত্যন্ত একটা গ্রাম।তারপর হেল্প পয়েন্ট এর বাকি সদস্য দের জানায়।হেল্প পয়েন্ট উদ্যোগ নেয়।(১)তাদের খাবার , (২)জামা কাপড়, (৩)শিক্ষা দেবার এক বছর দায়িত্ব নেয়। এরই মধ্যে শুরু করে দেওয়া হয় তাদের পরিষেবা।গত 12/11/2023 তারিখে তাদের হাতে তুলে দেওয়া হয় হেল্প পয়েন্ট এর পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী।যারা আমাদের এই উদ্যোগ কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন তাদের কে হেল্প পয়েন্ট এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।আগামী দিন তাদের হাতে তুলে দেওয়া হবে জামা, কাপড়, শীত বস্ত্র।দেওয়া হবে শিক্ষার আলো। (এ ছাড়া ইলেকট্রিক সাপ্লাই নেই তারজন্য সোলার লাইট । বাথ রুম নেই , বাথ রুম ও করে দেওয়া হবে।)

Comment here ...